User Guide
সিম কানেকশনঃ
জিপিএস এর কভার খুলে সিম জিপিএস এ প্রবেশ করতে হবে এবং জিপিএস এর পাওয়ার সুইজ অন করে দিতে হবে ।
ডিভাইস কানেকশন ঃ
ডিভাইসে ৩ টি তার থাকবে লাল, কমলা,কালো ।লাল এবং কমলা তার ১২ ভোল্টের ব্যাটারির পজিটিভ এর সাথে এবং কালো তার নেগেটিভ এর সাথে দিতে হবে। এরপর জিপিএস এর সিমে কল দিতে হবে। যদি রিং হয় অথবা কল রিসিভ হয় তাহলে বুঝতে হবে সিম সঠিক ভাবে ইন্সটল হয়েছে।
সিম রিচার্জঃ অবশ্যই গ্রামীনফোনের একদম নতুন সিম ব্যবহার জিপিএস এ ইন্সটল করবেন এবং অই সিমে প্রতি মাসে ২০ টাকা ফ্লেক্সিলোড করবেন তাহলেই জিপিএস সচল থাকবে।
অন্য কোম্পানির সিম ব্যবহার করলে সিমে প্রতি মাসে ইন্টারনেট রিচার্জ করতে হবে , ইন্টারনেট প্যাকেজ না থাকলে অথবা মেয়াদ না থাকলে জিপিএস এ লোকেশন দেখা যাবে না ।
অ্যাপ ব্যবহারঃ এপ ওপেন করে জিপিএস এ থাকে আইডি নাম্বার লগিন ইউজারে দিতে হবে এবং 123456 পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে, পরবর্তিতে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।
লগিন করার পর ম্যাপে আপনার গাড়ীর বর্তমান অবস্থান দেখতে পাবেন। এবং ৬ মাসের হিস্টরি থাকবে, হিস্টরিতে বিস্তারিত সব তথ্য থাকবে ।সিম কানেকশনঃ
জিপিএস এর কভার খুলে সিম জিপিএস এ প্রবেশ করতে হবে এবং জিপিএস এর পাওয়ার সুইজ অন করে দিতে হবে ।