User Manual
নির্দেশনা
প্রথমে ডিভাইসটিতে সিম কার্ড প্রবেশ করাতে হবে (সিমের কাটা অংশ বহিরে থাকবে) । এরপর ডিভাইসটির পাওয়ার অন করে ডিভাইসে চার্জার এবং অ্যালার্ম সংযোগ করতে হবে । এরপর সিম কার্ডের নাম্বারে কল দিতে হবে যদি রিং হয়, তাহলে বুঝতে হবে ডিভাইস এ সিম কার্ড সঠিক ভাবে ইন্সটল হয়েছে ।
ডিভাইসের কার্যকারিতা
ডিভাইস রিমোট অথবা মেসেজ দিয়ে একটিভ করা যাবে । একটিভ অবস্থায় সেন্সর ডিটেক্ট করলে অ্যালার্ম বাজবে এবং প্রথম এডমিন নাম্বারে কল যাবে ।প্রথম এডমিন নাম্বার বন্ধ/কল কেটে দিলে দ্বিতীয় এডমিন নাম্বার এ কল যাবে দ্বিতীয় এডমিন নাম্বার বন্ধ/কল কেটে দিলে তৃতীয় এডমিন নাম্বার এ কল যাবে ।
নির্দিষ্ট মেসেজ ডিভাইস থাকা সিমে পাঠাতে হবে ।
নির্দিষ্ট মেসেজ | কার্যকারিতা | ডিভাইস এর নাম্বারে কল দিতে হবে কল অটোমেটিক রিসিভ করার পর নিম্ন নাম্বার প্রেস করতে হবে |
---|---|---|
ADMIN1,XXXXXXXXXXX | প্রথম এডমিন নাম্বার সেটিং | |
ADMIN2,XXXXXXXXXXX | দ্বিতীয় এডমিন নাম্বার সেটিং | |
ADMIN3,XXXXXXXXXXX | তৃতীয় এডমিন নাম্বার সেটিং | |
Active# | সিস্টেম একটিভ হবে | 1 |
Deactive# | সিস্টেম ডিএকটিভ হবে | 2 |
Status# | ডিভাইস এক্টিভ/ডিএক্টিভ/ অ্যালার্ম অন/ অফ ইত্যাদি জানা যাবে । | 3 |
Alarm# | অ্যালার্ম অন থাকবে | * |
Silent# | অ্যালার্ম অফ থাকবে | # |
(XXXXXXXXXXX এর জায়গায় যে নাম্বারে কল আসবে সেই নাম্বার)