User Manual

নির্দেশনা

প্রথমে ডিভাইসটিতে সিম কার্ড প্রবেশ করাতে হবে (সিমের কাটা অংশ বহিরে থাকবে) । এরপর ডিভাইসটির পাওয়ার অন করে ডিভাইসে চার্জার এবং অ্যালার্ম সংযোগ করতে হবে । এরপর সিম কার্ডের নাম্বারে কল দিতে হবে যদি রিং হয়, তাহলে বুঝতে হবে ডিভাইস এ সিম কার্ড সঠিক ভাবে ইন্সটল হয়েছে ।

ডিভাইসের কার্যকারিতা

ডিভাইস রিমোট অথবা মেসেজ দিয়ে একটিভ করা যাবে । একটিভ অবস্থায় সেন্সর ডিটেক্ট করলে অ্যালার্ম বাজবে এবং প্রথম এডমিন নাম্বারে কল যাবে ।প্রথম এডমিন নাম্বার বন্ধ/কল কেটে দিলে দ্বিতীয় এডমিন নাম্বার এ কল যাবে দ্বিতীয় এডমিন নাম্বার বন্ধ/কল কেটে দিলে তৃতীয় এডমিন নাম্বার এ কল যাবে ।

নির্দিষ্ট মেসেজ ডিভাইস থাকা সিমে পাঠাতে হবে ।

নির্দিষ্ট মেসেজ কার্যকারিতা ডিভাইস এর নাম্বারে কল দিতে হবে কল অটোমেটিক রিসিভ করার পর নিম্ন নাম্বার প্রেস করতে হবে
ADMIN1,XXXXXXXXXXX প্রথম এডমিন নাম্বার সেটিং
ADMIN2,XXXXXXXXXXX দ্বিতীয় এডমিন নাম্বার সেটিং
ADMIN3,XXXXXXXXXXX তৃতীয় এডমিন নাম্বার সেটিং
Active# সিস্টেম একটিভ হবে 1
Deactive# সিস্টেম ডিএকটিভ হবে 2
Status# ডিভাইস এক্টিভ/ডিএক্টিভ/ অ্যালার্ম অন/ অফ ইত্যাদি জানা যাবে । 3
Alarm# অ্যালার্ম অন থাকবে *
Silent# অ্যালার্ম অফ থাকবে #

(XXXXXXXXXXX এর জায়গায় যে নাম্বারে কল আসবে সেই নাম্বার)

PHP Code Snippets Powered By : XYZScripts.com
Scan the code